আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম>>> পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,। সাতকানিয়ার জোট পুকুরিয়া বাজারস্থ ” এনআর ক্যাবল টিভি নেটওয়ার্কের” পরিচালক জোট পুকুরিয়া বাজার প্রগতিশীল সমবায় সমতির সাধারণ সম্পাদক ওয়াহিদারপাড়া ইসলামিক তরুণ সংঘের সিনিয়র উপদেষ্টা, মোঃ শাহ আলম সওদাগর ৷এসময় তিনি গণমাধ্যমকে বলেন, এনা আর কেবল টিভি নেটওয়ার্কের সকল গ্রাহক শুভ অনুদায়ী ফিট অপারেটর বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন সহ আমি সকল’কে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। সকলের গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা, এই কামনা করি।প্রায় চার হাজার বছর আগে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় হযরত ইব্রাহিম (আ.) তার ছেলে ইসমাইলকে (আ.) কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার মহিমায় ইসমাইলের (আ.) পরিবর্তে একটি ভেড়া বা দুম্বা কোরবানি হয়ে যায়। সেই ত্যাগের মহিমায় মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর অনুগ্রহ প্রাপ্তির আশায় পশু কোরবানি করে থাকে। তবে ঈদের পরও ৩ দিন অর্থাৎ ১১ ও ১২ জিলহজ্ব পশু কোরবানি করার ধর্মীয় বিধান রয়েছে।আর ইসলাম ধর্মাবলম্বির জনসাধারণের বড় দুইটি ধর্মীয় উৎসবের মধ্যেই একটি ঈদ হলো ঈদ-উল-আযহা। মহান আল্লাহ পাক মুসলিম উম্মাদের প্রতি নিয়ামাত হিসেবেই ঈদ দান করেছেন। ঈদ-উল-আযহা হলো ত্যাগের উৎসব। আমি পবিত্র এই দিনে সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি, আমিন।
মন্তব্য