নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব বলেছেন,
প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা আবারও ফ্যাসিবাদের পথে নিয়ে যেতে পারে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (২২ আগস্ট) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও মহানগর আমীর মুহাম্মদ আবদুল জব্বার, জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার এবং নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূইয়া। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না, কর্ম পরিষদ সদস্য দেওয়ান খোরশেদ আলম, মাওলানা আশরাফুল ইসলাম, নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা ও নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।নেতারা তাদের বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে সংগঠনের বার্তা পৌঁছে দিতে হবে। জনগণ সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মিজান/কু-২২
মন্তব্য