রিপোর্টঃ রিয়াজুল ইসলাম কাওছার, ইতালি থেকে।
#ইতালি_প্রবাসী মনোয়ার হোসেন উজ্জ্বল এবং শাহাদাত মাতুববরের পিতা,মাদারীপুর পৌরসভার ০১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হালিম তালুকদার আজ ১৮, অক্টোবর রোজ শনিবার সকাল ০৮-৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে আই সি ইউ তে দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করে আল্লাহ রব্বুল আলামীনের ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেন।
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন”। মৃত্যু কালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী ও তিন পুত্র এবং এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বাড়ি মাদারীপুর কলেজ রোড নিরাময় হাসপাতাল সংলগ্ন। জানাযা শেষে তাকে মাদারীপুরেই সমাধিত করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।দেশ ও প্রবাসী কমিউনিটির বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছেন।
মন্তব্য