১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুশ-ইন বন্ধ করে অবৈধ ভারতীয় নাগরিকদের পুশ-ব্যাক করুন : সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ গোয়ালন্দে আসলাম মিয়ার পক্ষে লিফলেট বিতরণ  বান্দরবানে এসএসসি পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা এসএসসি পরীক্ষায় পটুয়াখালী  ৪টি মাধ্যমিক বিদ্যালয়ে  শিক্ষার্থীরা ফেল। নবীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ বিশ্বমঞ্চে আলোকিত কুমিল্লার সন্তান । মাদ্রাসা থেকে মার্কিন বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ইমরান আনসারীকে সংবর্ধনা” পাহাড় ধসের আশঙ্কায় লামার সব পর্যটনকেন্দ্র ও রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সব প্রস্তুতি আছে: বিজিবি মহাপরিচালক রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির
আন্তর্জাতিক:
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮২ ইরানী’র ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ‘মূল প্রযুক্তির গুঁড়িয়ে দিয়েছে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান ইসরাইলি হামলায় ১১ দিনে ইরানে নিহত ৫০০ রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক শরনার্থী দিবসের আলোচনা সভায় বক্তারা ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন ড. ইউনূস রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’ ভারতের ১৫টি শহরে পাকিস্তানের পাল্টা হামলা, উভয় দেশে তীব্র সামরিক উত্তেজনা   ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানে
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> দেশজুড়ে >> শীর্ষ সংবাদ >> সিলেট >> সুনামগঞ্জ >> সোস্যাল মিডিয়া
  • শান্তিগঞ্জের হাসনাবাজ গ্রামে ট্রিপল মার্ডারে নিহতের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না- ডিআইজি
  • শান্তিগঞ্জের হাসনাবাজ গ্রামে ট্রিপল মার্ডারে নিহতের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না- ডিআইজি

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সুনামগঞ্জ প্রতিনিধি

    সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম(বার) পিপিএম বলেছেন, সামান্য একটি কাঁঠাল নিলাম নিয়ে এতবড় একটি হত্যাকান্ডের ঘটনায় সাধারন মানুষকে ববিয়ে তুলেছে। এটা অত্যন্ত জঘন্য, নিন্দনীয় এবং লজ্জাজনক ঘটনা। এই ঘটনায় জড়িত যেকোন দলের হোন না কেন তাদেও কাউকে ছাড় দেয়ার কোন সুযোগ নাই।ঘটনার সাথে জড়িত কেউ দেশ ছেড়ে পালিয়ে ও যেতে পারবে না। যারা ঘটনায় কলকাঠি নাড়ছেন এদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শান্তি নিশ্চিত করতে সুনামগঞ্জের সকল পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন। সোমবার(১৭ জুলাই) দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শান্তিগঞ্জ থানা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেজ্ঞ এর ডিআইজি তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন,সমাজে কিছু সুবিধাভোগী স্বার্থপর লোক রয়েছেন যারা সমাজের সহজ সরল মানুষদের সরলতাকে পুঁজি করে বিশৃঙ্খলা কিংবা দাঙ্গা লাগিয়ে ফাঁয়দা হাসিল করতে চান। এ সমস্ত সুবিধাভোগীদের চিহিৃত করে তাদের তালিকা প্রনয়নের নির্দেশ ও দেন তিনি।পাশাপাশি সমাজের ঘুষখোর এবং সুদখোরদের তালিকাও হচ্ছে, এদের চিহিৃত করে কঠোর আইনে মাধ্যমে তাদের বিচারের মুখোমুখি করে কঠোর শাস্তি প্রদানের ও হুশিয়ারী করেন তিনি।যারা এলাকার শান্তি বিনষ্ট করতে চায় এদের প্রতিহত করতে হবে। অযথা কাউকে হয়রানি করা পুলিশের কাজ নয়। যারা মূলহোতা তাদের খোঁজে বের করে অতিদ্রæত গ্রেফতার করতে থানা পুলিশকে নির্দেশ দেন তিনি। আমাদের সমাজে যারা মাদকের সাথে জড়িত তারা ওসি, এসপি ও রাজনৈতিক নেতার চত্র ছায়ায় কেউ না কেউর সেল্টারে এ কাজ করে থাকে। এদের প্রতিহত করতে হবে।সুনামগঞ্জের পুলিশ সুপার মো: এহসান শাহের সভাপতিত্বে, সার্কেল(শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) এএসপি শুভাশীষ ধরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার সহ এলাকার সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।উল্লেখ্য গত ৭ জুলাই জুম্মার নামাজের পর মসজিদে দান করা একটি কাঁঠাল নিলামকে কেন্দ্র করে হাসনাবাদ গ্রামের দ্বীন ইসলাম ও মালদার আলীর পক্ষের লোকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এর জেরে গত ১০ জুলাই সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হন। ##

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page