আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা >>> চট্টগ্রামের লোহাগাড়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে আমিরাবাদ ইউনিয়নের চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পুরান বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম থানার লক্ষীপুর এলাকার মো. ফারুকের ছেলে মো. সোহেল রানা (২৬) এবং চট্টগ্রামের ভূজপুর থানার কাজিরহাট এলাকার আ. রহমানের ছেলে আবু বক্কর সিদ্দীক (১৪)।প্রত্যক্ষদর্শী নৈশ প্রহরী সাহাব উদ্দীন বলেন, আমি ডিউটি করা অবস্থায় বসে থাকছিলাম হঠাৎ বিকট একটি শব্দ শুনে কাছে গিয়ে দেখতে পাই একটি মোটরসাইকেল পড়ে আছে, আরেকটু সামনে গেলে দেখি দুটি দেহ রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে রাস্তায় পড়ে আছে। বডি এক জায়গায় মগজ আরেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। এসময় চট্টগ্রামগামী এসি বাসটি দ্রুত পালিয়ে যায়।পরবর্তীতে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসেন এরপর দোহাজারী হাইওয়ে থানা পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়।পরিবার সূত্রে জানা যায়, নিহত সোহেল চট্টগ্রাম শহরের একজন ব্যবসায়ী এবং দুই সন্তানের জনক। অপরজন কর্মচারী।এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান , ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষিপ্তভাবে পড়ে থাকা মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল শেষ করে লাশ হস্তান্তর করা হয়। ক্ষতিগ্রস্ত বাইকটি এখনো থানা হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য