জেলা প্রতিনিধি,নড়াইল>>>নড়াইলের লোহাগড়া উপজেলায় মোঃ লিটন কাজী (৪০) নামে এক বাঁশ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ১০ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা বাজারের বাঁশের হাট এলাকা থেকে দূর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দ্রুত এলাকা ত্যাগ করে।আহত মোঃ লিটন কাজী উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের মোঃ মিজানুর কাজীর ছেলে। তিনি পেশায় বাঁশ ব্যবসায়ী।স্থানীয় ও আহতের স্বজন সূত্রে জানা গেছে, বাঁশ ব্যবসায়ী লিটন কাজী উপজেলা এড়েন্দা হাটে প্রতি শনিবার ও মঙ্গলবার বাঁশ কেনাবেচা করে থাকেন। মঙ্গলবার সকালে এড়েন্দা বাজারের হাটে বাঁশ কেনার জন্য আসেন তিনি।সকালে ১০ টার দিকে একদল দুর্বৃত্ত ওই ব্যবসায়ী কে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।পরে আহত লিটন কাজির ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।এ ঘটনায় লোহাগড়ার থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আশিকুর রহমান মুঠোফোনে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এলাকার পরিবেশ শান্ত।এখনো পর্যন্ত কোন মামলা রজু হয় নাই।
মন্তব্য