জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের লোহাগড়া উপজেলার পাচুড়িয়া গ্রামে একদল দূর্বৃত্ত দরিদ্র এক মৎস্যজীবির মাছের ভ্যাসাল জোর করে ভেঙ্গেচুরে তুলে দিয়ে সেখানে নিজেদের ভ্যাসাল স্থাপন করেছে।অভিযোগ সুত্রে জানা গেছে,রবিবার দুপুরে ওই গ্রামের জাকির খান,তৈয়ব খান,লিটু কাজি সহ ৭/৮ জনের দূর্বৃত্তরা হাসান কাজির মাছ মারার ভ্যাসাল টি জোর করে ভেঙ্গে ফেলে।পরে তারা সেই স্থানটিতে নিজেদের ভ্যাসাল স্থাপন করে।মৎস্যজীবি হাসান কাজি দীর্ঘ ৭/৮ বছর যাবত মাছ শিকার করে তার জীবিকা নির্বাহ করতো।হাসান কাজি প্রতিবাদ করলে প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করে দূর্বৃত্তরা।অভিযুক্ত জাকির খার সংগে যোগাযোগ করে তাকে পাওয়া যাই নাই।লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন,অভিযোগ পেয়েছি।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য