১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
এবি পার্টি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন সিদ্দিকুর রহমান চট্টগ্রাম নবনিযুক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম’র যোগদান নিখোঁজের ৩ দিন পর পানিতে মিলল বৃদ্ধের লাশ। ভোলায় ওসি ও এসআইর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ : প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। নাটোরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের সোয়া দুই বিঘা জমির ধান ঘাস মারা বিষে পুড়িয়ে নষ্ট উলিপুরে দেবে যাওয়া ব্রিজে ঝুকি নিয়ে চলাচল,দুর্ভোগ চরমে আফগানিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত রাজশাহীতে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ চোরের দশ দিন গৃহস্থের এক দিন   কিশোরগঞ্জে  এমন কৃতকর্মে ২ বালু পাচারকারীর কারাদণ্ড  শাহজালালে অগ্নিকাণ্ড: ১৭ আনসার সদস্য আহত
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> নড়াইল
  • লোহাগড়ায় কথিত গুলিবিদ্ধ হওয়ার ঘটনার গোমর ফাঁস। দুপক্ষের মারপিটে আহত ৯
  • লোহাগড়ায় কথিত গুলিবিদ্ধ হওয়ার ঘটনার গোমর ফাঁস। দুপক্ষের মারপিটে আহত ৯

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের লোহাগড়ার মোচড়া এলাকায় দুপক্ষের মধ্যকার হামলায় রবিবার সন্ধ্যায় দুপক্ষের অন্তত ৯জন আহত হয়েছে।মোচড়া গ্রামের ভূক্তভোগী সহ গ্রামবাসীরা জানায়,করফা এলাকার প্রভাবশালী কতিপয় লোকে দীর্ঘদিন যাবৎ মোচড়া এলাকার মানুষদের উপর অত্যাচার,হুমকি প্রদান,চাঁদাবাজী সহ নির্যাতন করে আসছিলো। করফা এলাকার লোকজন রবিবার চাঁদার টাকা আনতে গিয়ে মোচড়া গ্রামের মহিলাসহ অন্তত ৬ জনকে মারপিট করে।ওই সময় আহত হয় ছাত্রদলের ২ নেতা সহ অনেকে।আহতরা হলেন মোচড়া গ্রামের আবেজান বিবি(৬২),জলিল শেখ(৭০), নয়ন শেখ(২৮),তাসলিমা বেগম(৩৮),সূর্য বেগম (৩৭), মাহফুজ(২৩)। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।হামলা করলে গ্রামবাসীরা অতিষ্ট হয়ে পার্শ্ববর্তী রেল লাইন থেকে পাথর এনে দূর্বৃত্তদের উপর পাল্টা হামলা করে। পাল্টা হামলা অন্তত ৩ জন আহত হয়।আহতরা হলেন চরকরফা কামঠানা গ্রামের মিথুন সিকদার(৩২), আনিসুর রহমান রিয়ন(২৩), সোহাগ সিকদার(২৮)। আহতরা বিএনপি সমর্থিত নেতা, কর্মী, সমর্থক।স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে লোহাগড়া সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়া হয়েছে।আহতরা বলেন, শালিসের টাকা লেনদেনের ঘটনায় গিয়ে তারা হামলার শিকার হন।লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের ডাক্তার জান্নাতুল ফেরদৌস তন্বী জানান,তিনজন বুলেট বিদ্ধ হয়েছেন।ভূক্তভোগীসহ স্থানীয়রা জানায়,চাঁদা নিতে এসে মোচড়া গ্রামের লোকদের মারপিট করায় গ্রামবাসীরা করফা এলাকার কয়েকজনকে মারপিট করেছে।গুলির কোন ঘটনা ঘটেনি।উদ্দেশ্যমূলকভাবে কথিত গুলি বর্ষনের খবর রটিয়েছে তারা।লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দোষীদের আটকের চেষ্টা চলছে।আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাথরের আঘাতে কয়েকজন আহত হয়েছেন।তবে কোন গোলাগুলির ঘটনা ঘটে নাই

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page