১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
নিরাপদে অবতরণ করেছে চাকা খুলে যাওয়া বিমান,বাঁচলো ৭১ যাত্রীর প্রাণ উড্ডয়নের সময় খুলে গেল চাকা, যাত্রীসহ মাঝ আকাশে বিমান কোম্পানীগঞ্জে বামনী ব্রিকস ম্যানুফেকচার কোম্পানী একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে কিশোরগঞ্জে অনিন্দ্য রূপে সৌরভ ছড়াচ্ছে মাধবী লতা ফুল  কিশোরগঞ্জে পাট চাষী  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বেলকুচিতে পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় দেয়াল ধসে প্রাণ গেল যুবকের বিমান বন্দর থেকে গ্ৰেফতার ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী। লালনাগে দোকান চুরির ঘটনায় মালামাল সহ গ্রেফতার ২ রবি মৌসুমে সমবায় চাষ পদ্ধতিতে ধানের বাম্পার ফলনে হাসি ফুটেছে পাহাড়ে কৃষকের মুখে
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> জাতীয় >> ঢাকা >> ঢাকা >> দেশজুড়ে
  • লালনাগে দোকান চুরির ঘটনায় মালামাল সহ গ্রেফতার ২
  • লালনাগে দোকান চুরির ঘটনায় মালামাল সহ গ্রেফতার ২

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    অনলাইন ডেস্ক >>> রাজধানীর লালবাগ এলাকায় ১ টি মোবাইল ফোনের দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় চোরাই মোবাইল, নগদ টাকা ও তালা ভাঙার সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—আমিনুল ফকির (৩৩) ও মিরাজ (৩৭)। উভয়ের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার নতুন আন্ডারচর এলাকায়।

    লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)–এর দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (লালবাগ জোন) জুয়েল চাকমা ও অফিসার ইনচার্জ মো. মোস্তাফা কামাল খানের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    মামলার এজাহার অনুযায়ী, মো. আব্দুর রহিম (৩৩) নামের এক ব্যক্তি ১৪ মে লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন। তিনি জানান, ২৬ এপ্রিল রাত আনুমানিক ৩টা ৫০ মিনিট থেকে ৪টা ৩৫ মিনিটের মধ্যে লালবাগ থানাধীন শেখ সাহেব বাজার এলাকার ‘মদিনা ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল বাজার’ নামের তার দোকানে চুরির ঘটনা ঘটে।

    ঘটনার দিন সকালে দোকানের কর্মচারী মো. সাকিব দোকানে এসে তালা ভাঙা দেখতে পান এবং দোকানমালিককে ফোনে বিষয়টি জানান। মালিক দ্রুত ঘটনাস্থলে এসে দেখতে পান, দোকানের শাটারের তালা ভাঙা এবং ক্যাশবক্স খোলা। দোকানে রক্ষিত নগদ অর্থ এবং বিক্রির জন্য সংরক্ষিত বাটন ও স্মার্ট মোবাইল সেটগুলো চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় চোরেরা তালা ভেঙে দোকানে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।

    মামলা রুজুর (মামলা নম্বর-১২, তারিখ: ১৪/০৫/২০২৫; ধারা: ৪৫৭/৩৮০ দণ্ডবিধি) পর পুলিশ চোর শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে। অভিযানের ধারাবাহিকতায় ১৪ মে সকাল ৯টা ৪০ মিনিটে মাদারীপুর জেলার কালকিনি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

    আসামিদের কাছ থেকে ৯টি চোরাই মোবাইল ফোন, ৯,০০০ টাকা নগদ এবং তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    পুলিশ জানায়, পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং বাকি চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

    সূত্র  সকালের সময়

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page