সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট।
জৈন্তাপুর উপজেলার ৩ নং চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত বৃহত্তর থুবাং গ্রামের প্রায় সাড়ে পাঁচ কিমি মাটির রাস্তা কর্দমাক্তমুক্ত করতে সংস্কার করা হয়েছে।গত তিন মাস যাবৎ ধাপে ধাপে শেষ হওয়া এই সংস্কার কাজের মূল পরিকল্পনা করেণ স্হানীয় যুবক মাওলানা জইনুদ্দিন মুহাম্মদ সুফিয়ান। তারপর এলাকার তরুনদের সাথে পরামর্শ করে একটি মেসেন্জার গ্রুপ খুলে সকল মুসলিম, হিন্দু সম্প্রদায়ের ও শ্রেনী পেশার মানুষদের নিয়ে ক্ষুদ্র পরিসরে সেচ্ছাশ্রমেরভিত্তিতে কাজ শুরু করে।এরপর বৃহৎ পরিসরে রাস্তা সংস্কারের পরিকল্পনা করলে আর্থিকভাবে কিছুটা বেগ পেতে হয়। সেই সময় অর্থনৈতিক ভাবে সবচেয়ে বড় সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসেন জৈন্তাপুর উপজেলার কৃতি সন্তান, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ও জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উপনেতা, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।রোটারিয়ান খসরুর অর্থায়নে তরুণরা বৃহৎ পরিসরে সংস্কার কাজ শুরু করে। সরজমিনে গিয়ে দেখা ইউনিয়নের বনপাড়া বটতলা থেকে কাউয়াভাঙ্গা ও থুবাং খেয়াঘাট থেকে পুর্ব কেলেচিং বাজার পর্যন্ত দীর্ঘ এই মাটির রাস্তায় জমে থাকা কাদার স্হানগুলোতে শুকনো বালু ও মরা পাথরের খোয়া ফেলে সংস্কার করা হয়েছে। বর্তমানে বৃষ্টি হলেও এই সড়কে পর্যাপ্ত কাদা জমা হয় না। যার কারণে স্কুল কলেজে যাতায়াতের জন্য ও রোগী বহনকারী গাড়ী ও যাত্রী গাড়ীতে ভোগান্তি অনেক কমে এসেছে।এবিষয়ে তরুণ উদ্যোক্তাগণ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রকল্পকে বাস্তবে রূপ দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরুর প্রতি।এসময় কাজের সমাপনী দিনে উপস্থিত ছিলেন মাওলানা জাইনুদ্দিন মুহাম্মদ সুফিয়ান, মাষ্টার সয়ফুল আলম,সব্বুর আহমেদ সেবুল,মাষ্টার ফয়সল আহমেদ,এখলাসুল আম্বিয়া,হাফিজ মনিরুজ্জামান, পিন্টু রাউত,রশিদ আহমেদ,শিমুল দেব,আনওয়ার হুসাইন, লিমন রাউৎ,খসরুজ্জামান,রাজু আহমেদ, নিশাত আহমেদ, অনিক রাউৎ,সাদিকুর রহমান ও মুমিন আহমেদ প্রমুখ।
মন্তব্য