মিজানুর রহমান (জামীল) কুড়িগ্রাম >>> রাজশাহী বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য হলেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মো. মোস্তাফিজার রহমান (রাজু মোস্তাফিজ)। তার সদস্য নম্বর ৫৯৩০।রাজু মোস্তাফিজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সাবেক ছাত্র। শিক্ষাজীবন শেষে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়ে প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। কর্মজীবনের শুরুতে দৈনিক রূপালীতে বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে যুক্ত হন এবং ১৯৯৩ সালে যোগ দেন দৈনিক জনকণ্ঠে। বর্তমানে তিনি ৭১ টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি হিসেবে কর্মরত।দীর্ঘ সাংবাদিকতা জীবনে রাজু মোস্তাফিজ কুড়িগ্রামের ফতোয়া, দোররা ও প্রান্তিক মানুষের ওপর নির্যাতনের নানা ঘটনা তুলে ধরেছেন সাহসিকতার সঙ্গে। উলিপুরের হাজরাকে নিয়ে করা ধারাবাহিক প্রতিবেদন জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচিত হয়। সংসদেও এসব নিয়ে আলোচনার সূত্রপাত ঘটে।সাংবাদিকদের নেতৃত্বে তিনি কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি হিসেবে প্রায় চার বছর ধরে দায়িত্ব পালন করছেন। তার প্রচেষ্টায় প্রেস ক্লাব ভবনের নির্মাণকাজ এগিয়ে চলছে। পাশাপাশি “এগিয়ে যাবে কুড়িগ্রাম” নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে জেলার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন তিনি।একজন সাংবাদিক ও সংগঠক হিসেবে রাজু মোস্তাফিজের অবদান কুড়িগ্রামের সাংবাদিক সমাজ এবং সাধারণ মানুষের কাছে প্রশংসিত। অ্যালামনাইয়ের আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্তি তার কর্মজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য