মোঃ সিজার হোসেন জেলা ভ্রাম্যমান প্রতিনিধি(রাজশাহী)>>> আজ ১৬ ডিসেম্বর (সোমবার) প্রতিবারের মতো যথাযোগ্য মর্যাদায় মহান বিজয়দিবস উপলক্ষে সকালে সূর্যোদয়ের সাথে চারঘাটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা শুরু হয়।প্রথম প্রহরে রাজশাহী জেলার চারঘাট উপজেলা প্রশাসন কতৃক চারঘাট উপজেলা চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন এবং বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।এ উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লা, চারঘাট মডেল থানার (ওসি) আফজাল হোসেন,ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল খালেক, চারঘাট উপজেলা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বাবু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর আলমাছ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
মন্তব্য