মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> মোংলায় ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন।নিখোঁজের সন্ধানে তল্লাশী অভিযান চালাচ্ছেন থানা পুলিশ,নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।নিখোঁজ জেলে মহিদুল ইসলাম উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের রশিদ শেখের ছেলে।উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার জানান,সোনাইলতলা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের উলুবুনিয়া গ্রামের বাসিন্দা জেলে মহিদুল ইসলাম (২৪) ও তারিকুল ইসলাম বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকায় মাছের পোনা (গলদা চিংড়ি পোনা) ধরছিল।বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে এ ক্যানেল দিয়ে একটি লাইটারেজ জাহাজের পাখার সাথে জেলে ট্রলারটির দঁড়ি পেচিয়ে ডুবে যায়। ওই সময় ট্রলারে থাকা জেলে তারিকুল সাঁতরিয়ে কুলে উঠতে পারলেও নিখোঁজ হন মহিদুল।এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।তিনি থানা নৌপুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।এতে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার হলেও সন্ধান মিলেনি নিখোঁজ জেলে মহিদুলের।নিখোঁজের সন্ধানে তল্লাশী অভিযান চালিয়ে যাচ্ছেন নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম বলেন,ভোর রাত সাড়ে ৪টার দিকে একটি লাইটারেজ জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন । নিখোঁজের সন্ধানে তল্লাশী অভিযান চলছে।
মন্তব্য