এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):
মোংলায় পূর্ব দত্তেরমেঠ নিজস্ব বাড়িতে পারিবারিক ব্যবহারকৃত বৈদ্যুতিক হ্যারিকেন মেরামতের কাজ করার সময় সর্ট সার্কিটে সুজিত (৪৬) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি পূর্ব দত্তের মেঠ এলাকায় মৃত সুধির হালদারের ছেলে। স্থানীয়রা জানান,(১১ আগষ্ট) শুক্রবার সকাল ৮ টায় উপজেলার সুন্দরবন ইউনিয়নের দত্তেরমেঠ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সুজিত হালদার নিজস্ব ব্যবহারকৃত বৈদ্যুতিক হ্যারিকেন মেরামতের কাজ করতে ছিল, একপর্যায়ে চার্জার ব্যাটারী লাগিয়ে সুইচ বোর্ডে হাত দিলে বিদ্যুৎ শর্ট লেগে ঘটনাস্থল থেকে ছিটকে পড়ে গলায় তার পেঁচিয়ে যায়। রাস্তা থেকে শব্দ শুনে তার ছেলে দৌড়ে বাসায় গিয়ে ঐ অবস্থা দেখে বিদ্যুৎ মেইন সুইচ বন্ধ করে দেয়। পরবর্তীতে পরিবারের লোকজন আত্মীয় স্বজন তাকে উদ্ধার করে সকাল ১০ টায় স্থানীয় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক জানান ঘটনাস্হলেই তার মৃত্যু হয়েছে। মোংলা থানার এস আই মোহাম্মদ হাদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। পরিবার এবং আত্মীয়-স্বজনদের কোন প্রকার অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য