এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩’ উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১.০০টায় মোংলায় পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষ্যে মোংলা উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।পরে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনাসভার আয়োজন অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, এ স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গবেষকদের অবদানের পাশাপাশি মাছ চাষীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বক্তারা আরো বলেন বেকারত্ব দূরীকরণে এবং অর্থনৈতিক উন্নয়নে মাছ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ বর্তমানে অপরিসীম।মোংলা উপজেলার নির্বাহি কর্মকর্তা দীপংকর দাশের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা মোঃ তারিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
মন্তব্য