এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):
প্রতি বছরের মত এই বছরও বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে যুব দিবস’ আন্তর্জাতিক ইস্যুগুলির সঙ্গে লড়াই করার জন্য যুব সমাজের মধ্যে সচেতনতার প্রসারের দিন হিসেবে দেখা হয় আন্তর্জাতিক যুব দিবসে, এবারের থিম, (International youth day 2023) যুবদের জন্য সবুজ দক্ষতা: একটি টিকসই বিশ্বের দিকে। বিশ্বব্যাপী যুব সমাজের শিক্ষা, স্বাস্থ্য ও রোজগারের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার দিন হিসেবেও পালন করা হয়ে থাকে দিনটি। (১২আগষ্ট) শনিবার সকাল ১০ টায় চার্চ অফ বাংলাদেশ এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস ২০২৩ উপলক্ষে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন যুবসমাজের নিজেদের অধিকার বুঝে নেওয়ার প্রতি সচেনতা বাড়ানোর এক প্রয়াস। কোন দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হবে না। দিনটির ইতিহাস যুবদের জন্য সবুজ দক্ষতা: একটি টিকসই বিশ্বের দিকে, এই থিমের মূল উদ্দেশ্য হল অ্যাজেন্ডা ২০৩০-কে সার্থক করে তোলা এবং উন্নয়নের ১৭টি লক্ষ্যকে সুচারুভাবে প্রণয়ন করা।
মন্তব্য