এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):
মোংলায় এক দর্জি গৃহবধূ (৩৬) দল বেঁধে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।বুধবার (২৬ জুলাই) বেলা ১১টায় মোংলা পোর্ট পৌরসভা ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করছেন ভুক্তভোগী পরিবার।ধর্ষিতা দর্জি বলেন, ধর্ষণ মামলার প্রায় ১মাস পার হলেও এখন পর্যন্ত কোন আসামী আটক হয়নি। এতে করে আমি ভয় ও আতংকে রয়েছি। ২৪ ঘন্টার ভিতর আসামী যদি আটক না হয়।তাহলে আমি আমার এ মুখ কাউকে দেখাতে চাই না। এসময় মানববন্ধনে ধর্ষিতার স্বামী মো: মফিজুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।উল্লেখ্য গত বৃহস্পতিবার (২৯ জুন) দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শেখ রাসেল সড়কের বাসিন্দা আশরাফ আলীর ছেলে, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাসান শিকদার। ও ১ নং ওয়ার্ড মোর্শেদ সড়কের বাসিন্দা মান্নান মাস্টারের ছেলে মো: রফিকুল ইসলাম, পৌর শহরের ১নং ওয়ার্ড মোর্শেদ সড়কের নাসির উদ্দিনের ভাড়াটিয়া দর্জি গৃহবধূকে দলবেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। রবিবার (২ জুলাই) দিবাগত রাতে এ ঘটনায় মোংলা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
মন্তব্য