মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> বাগেরহাটের মোংলায় আকস্মিক টর্নেডোর আঘাতে উড়ে গেছে বসতঘর,পড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি।ভেঙে তছনছ হয়েছে গাছপালা।টর্নেডো আঘাত হানার পর প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল মোংলা।বুধবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে আকস্মিক টর্নেডোর আঘাতে পৌর শহরের মাকড়ঢোন এলাকার হাজিপাড়ার রাজ্জাক খানের বসতঘরটি উড়ে যায়।এ সময় পুরো ঘরটি উড়ে পার্শ্ববর্তী মুজিবরের বাড়িতে গিয়ে উপুড় হয়ে পড়ে।এতে ঘরের সকল মালামাল তছনছসহ বৃষ্টিতে ভিজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।পরিবারটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।টর্নেডো চলাকালে ঘরটিতে লোকজন না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।এ ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার ঘরবাড়ি,গাছপালা ও বৈদ্যুতিক খুঁটির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।ঝড়ে বৈদ্যুতিক খুঁটি পড়ে ও তার ছিঁড়ে বেলা ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত পুরো মোংলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।পরে বিকালের দিকে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল হয়।
মন্তব্য