নিউজ ডেক্স >>> মিয়ানমারে শুক্রবার (২৮ মার্চ) ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর নিহতের সংখ্যা বেড়ে ৬৯৪ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত এক হাজার ৬৭০ জন। জান্তা সরকারের সূত্রে এএফপি জানিয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতির পর নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।ভূমিকম্পের পর রাজধানী নেপিডোতে বিশ্লেষণ করা ছবিতে বড় আকারের রাস্তার ফাটল এবং ধসে পড়া ভবন দেখা গেছে। মিয়ানমারের মান্দালয়ে অবস্থানকারী উদ্ধারকর্মীরা জানিয়েছেন, উদ্ধারকাজ অব্যাহত থাকায় প্রাণহানির পরিমাণ খুবই ভয়াবহ হতে পারে।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএস (ইউএসজিএস) এক বিবৃতিতে জানিয়েছে, ৭.৭ মাত্রার ভূমিকম্পে মিয়ানমারের বিস্তৃত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।ভূমিকম্পটি মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর সাগাইংয়ের ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়, যার ফলে দেশের বিভিন্ন অংশে ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়।
বিএসপি/এসকে
মন্তব্য