নিজস্ব প্রতিবেদকঃ>>>প্রশিক্ষিত সাংবাদিক সমাজ গঠনে দেশব্যাপী কাজ করা সাংবাদিকদের সংগঠন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর জাতীয় কাউন্সিল উপলক্ষে মাদারীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ আগস্ট) বিকাল ৩ টায় আরজেএফ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে পৌরসভা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আরজেএফ’এর মাদারীপুর জেলা শাখার সভাপতি মো. বাবলু হাওলাদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আরজেএফ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. সেকেন্দার আলম শেখ, ভারপ্রাপ্ত মহাসচিব মো. আল-আমিন শাওন, যুগ্ম মহাসচিব মো. সাজ্জাদ আলম খান সজল, সাংগঠনিক সম্পাদক মো. মিল্টন খান, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ আল-আমিন সোহাগ, দপ্তর সম্পাদক মাহবুব আরা দুলু।অনুষ্ঠান সঞ্চালনা করেন, আরজেএফ’এর মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি মো. নাসির উদ্দিন লিটন।এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আরজেএফ’এর মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদ আরিফুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক রাসেল মৃধা পাবেল, অর্থ সম্পাদ মো. রাজু আহমেদ, দপ্তর সম্পাদক মো. সজীব বিন সালাম, প্রচার সম্পাদক মোহাম্মদ রুবেল, যুব ও ক্রীড়া সম্পাদক মো. বাদল হাওলাদার, কার্যকরী সদস্য বুলবুল আহমেদ প্রমুখ।
মন্তব্য