বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল>>
টাঙ্গাইলের মধুপুরে যুব ফোরামের উদ্যোগে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর আওতায় ২০০ জনের মাঝে চারা বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(৬জুলাই) বিকেলে মধুপুর থানা মোড়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এর ব্যক্তিগত কার্যালয়ের সামনে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচীর প্রধান ও মধুপুর যুব ফোরামের প্রধান উপদেষ্টা শাকিব শাহরিয়ার শিথু (এল.এল.বি.) এই অনুষ্ঠানের আয়োজন করেন।সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু।চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন, বেরিবাইদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জুলহাস উদ্দিন,ধলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মিয়া সহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও মধুপুর যুব ফোরামের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপি ১হাজার চারা বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে আজ ২০০ জনের মাঝে ৪০০টি একাশি গাছ বিতরণ করা হয়।
মন্তব্য