মোঃ আব্দুল লতিফ মিয়া
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ;
টাঙ্গাইলের সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে বিশাল জনসভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে উপরোক্ত কথা বলেন। ০৪ নভেম্বর (শনিবার) বিকালে সখিপুর পিএম পাইলট গভঃ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠের বিশাল জনসভায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম তার বক্তব্যে আরো বলেন, জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানকে বলবো লন্ডনে বসে ষড়যন্ত্র না করে দেশে এসে অসুস্থ মায়ের সেবা কর। আমি আমার বোন (শেখ হাসিনা)কে বলবো জিয়ার পুলারে যেন গ্রেফতার না করে। সখিপুর গামছার ঘাঁটি, দাবি করে বলেন, আমি কোন মানুষ ঠকাতে চেষ্টা করি নাই। আমি বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আগামী জাতীয় নির্বাচনে এদেশের জনগণ যদি পাশে থাকে ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় বর্তমান ক্ষমতাসীন দলের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে ১২বছর জেল খেটেও বঙ্গবন্ধুর আদর্শচ্যূত হয়নি। দল আমাকে বহিষ্কার করেছে তবুও দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন কৌশল রচনা করার চেষ্টাও করিনি। আমি কোন দিন ভাই বজ্রের গামছা মার্কার দলে যোগ দিব না। তবে এটা সত্য গামছা এদেশের আপামর জনগণের দূর গোড়ায় পৌঁছে গেছে। আমার ছোট ভাই এই বজ্র বেসামরিক বাহিনীর নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যার দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছিল।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান কায়সার চৌধুরী বলেন, সিদ্দিকী পরিবারের সাথে গভীর সম্পর্ক টেনে বলেন, হঠাৎ করে একটি দেশের জন্ম হয়নি। তিনি মুক্তিযুদ্বে ঐ পরিবারের কৃতিত্ব তুলে ধরেন। আগামীতে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জনগণকে পাশে থাকার আহবান করেন। বিশাল এই জনসভায় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসরিন সিদ্দিকী,কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (খোকা) বীরপ্রতিক, সাংগঠনিক সম্পদক শফিকুল ইসলাম [দেলোয়ার],কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী,সংগীতশিল্পী শ্রী নকুল কুমার বিশ্বাস, সখিপুর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি, সখিপুরের সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, আবু জাহিদ রিপন প্রমূখ। সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের কমিটি হওয়ার কথা থাকলেও শেষ পরন্ত কমিটি ঘোষনা হয়নি।
মন্তব্য