স্পোর্টস ডেস্ক >>> মৌসুমে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার দ্বিতীয় ম্যাচের সূচি চূড়ান্ত করেছে স্প্যানিশ লা লিগা। স্পেনের শীর্ষ লিগের দ্বিতীয় ক্লাসিকোতে আগামী ১১ মে মুখোমুখি হবে দুই দল। কাতালানদের ঘরের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে।শিরোপা লড়াইয়ে এগিয়ে আছে বার্সা। ৩১ রাউন্ড শেষে টেবিলের শীর্ষে আছে তারা। হান্সি ফ্লিকের দলের সংগ্রহ ৭০ পয়েন্ট। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মৌসুমের দ্বিতীয় লিগ ম্যাচের আগে মানসিকভাবে কিছুটা পিছিয়েই থাকবে মাদ্রিদের প্রতিনিধিরা।চলমান মৌসুমে এখন পর্যন্ত তিনবার বার্সার মুখোমুখি হয়েছে রিয়াল। প্রতিবারই তাদের সঙ্গী পরাজয়। সবশেষ গত ১৩ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সার কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয় জায়ান্টরা। লিগে প্রথম দেখায় গত বছরের অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে তাদের ৪-০ গোলে হারায় ব্লুগ্রানাররা। অন্যদিকে আগস্টে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে নিউইয়র্কে বার্সার কাছে ২-১ গোলে হেরে যায় রিয়াল।সব মিলিয়ে দুই সপ্তাহের ব্যবধানে দুইবার বার্সার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। লা লিগার দ্বিতীয় লেগের আগে ২৭ এপ্রিল কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে তারা।
মন্তব্য