মোঃ সোহেল রানা বান্দরবান প্রতিনিধি >>> বান্দরবান পুলিশ লাইনে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ ব্যারাকের ছাদ থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামের এক পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, রাশেদুল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মানসিক অস্থিরতার কারণে তিনি এই চরম পদক্ষেপ নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।আহত পুলিশ সদস্যের বাড়ি জামালপুর জেলায়। সহকর্মীরা জানান, ঘটনার সময় ব্যারাকে ডিউটি চলছিল। হঠাৎ করেই তিনি ছাদে উঠে লাফ দেন। এরপর দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।বান্দরবান জেলা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। তবে অফিসিয়ালি এ বিষয়ে কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
মন্তব্য