এম এ শোয়েব দুলাল
অনেক দিন ধরে ফেরা হয়না
ফেরা হয় না বাড়িতে ফেরা হয় না
সবুজে সবুজে ছুঁয়ে যাওয়া তিস্তার চরে
হারাগাছের উঠোনে।
মনে পড়ে আমার স্কুলের কথা
যেখানে আমার কৈশোর কেটেছে
বন্ধুদের নিয়ে সাতার দিয়েছি ধুমনদে
মনে পড়ে সেসব কথা।
মনে পড়ে হারাগাছ কলেজের কথা
যেখান আমার সোনালি দিন কেটেছে
ছাত্র রাজনীতি প্রেম ভালোবাসা
আরো কত কী।
হকবাজার, দালালহাট, আমবাগান, পায়রাচত্বর, টাউনহল, নর্থভিউ অপেক্ষা করো
আমার জন্য আমি ফিরবো
আসন্ন ঈদে ভালোবাসা ছুয়ে তোমাদের কাছে।
২/৬/২৫
হারাগাছ,রংপুর
মন্তব্য