আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> বাগেরহাটের চিতলমারী উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজীকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে নীলফামারীর কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলা জিয়া মঞ্চের আয়োজনে এ বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা কাঠালতলী মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আনার হোসেন আমির, সহ -সভাপতি আবু সাইদ, সহ-সভাপতি ও বড়ভিটা স্কুল এন্ড কলেজের প্রভাষক বাদশাহ আলমগীর, সহ-সভাপতি আকরামুজ্জামান টিটু, একে এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মানিক শাহ্, যুগ্ন সাধারন সম্পাদক এ এইচ এম আবু সায়েম, ধর্ম বিষয়ক সম্পাদক দুলু মিয়া, উপজেলা সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, নিতাই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুফতি মাহমুদ (মুক্তি) প্রমুখ । এসময় উপস্থিত নেতৃবৃন্দ নিজাম কাজীকে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মন্তব্য