খাদেমুল ইসলাম,বাগাতিপাড়া,নাটোর >>> নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে তিনজনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন এ দণ্ড প্রদান করেন।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের উপপরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকস দল বাগাতিপাড়া-লালপুর সীমান্তের ইউএনও পার্ক এলাকায় অভিযান চালায়। অভিযানে ফাগুয়ারদিয়া ইউনিয়নের পাচুরিয়া গ্রামের গোলাম রসুল (৬৩), সান্যালপাড়া গ্রামের মনসুর আলী (৬০) এবং বাগাতিপাড়া পৌর এলাকার ঘোরলাজ গ্রামের বশির (৩২)-কে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে আটক করা হয়।পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(৫) ধারা অনুযায়ী বশিরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, একই আইনের ৩৬(৫) ও ২১(১) ধারায় গোলাম রসুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং ৩৬(৫) ধারায় মনসুর আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনের উপস্থিতিতে জব্দ করা গাঁজা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযান পরিচালনাকারী উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “মাদক নির্মূলে সকলের সহযোগিতা প্রয়োজন। কেউ মাদক সংক্রান্ত কোনো তথ্য জানলে প্রশাসনকে অবহিত করার অনুরোধ করছি।”
মন্তব্য