সরাইল উপজেলা প্রতিনিধি,অসীম চন্দ্র দাস>>> “পুলিশই জনতা, জনতাই পুলিশ শ্লোগানকে সামনে রেখে সরাইল অরুয়াইলে পুলিশ ও জনতার এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষ্যে শনিবার (২৮শে ডিসেম্বর) বিকালে সরাইল থানা পুলিশের উদ্যোগে অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন,এতে বিশেষ বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আহসান উদ্দিন খান শিপন,উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান খান ও সদস্য সচিব জয়নাল আবেদীন।এ সময় এ ছাড়া ও ঐখানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ইসলামি ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আজিজুল হক, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মাজহারুল ইসলাম, অরুয়াইল ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মো. ইসমাইল হোসাইন ও সাধারণ সম্পাদক ডা. মো. ছানা উল্লাহ,বিএনপি নেতা আব্দুর রউফ,গাজী নোয়াব মিয়া, ইসলাম উদ্দিন মেম্বার, মাষ্টার গোপাল চন্দ্র গোপ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পংকজ কান্তি দাস।
মন্তব্য