মোঃ সামিউল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি >>> দিনাজপুরের ফুলবাডীতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য, কাপড়ের রং, চামড়ায় ব্যবহারের খোলা লবণ খাদ্যদ্রব্যে ব্যবহার করায় এবং মেয়াদ উল্লেখ না থাকায় দুই প্রতিষ্ঠানে জরিমানা ও একটিতে সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার (১৬ এপ্রিল) বিকালে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ফুলবাডী পৌর শহরের পদ্মকলী সুইটসে ও ২টি বেকারি কারখানায় এই অভিযান পরিচালনা করেন দিনাজপুর ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন। এ সময় অভিযানে যুক্ত ছিলেন জেলা ক্যাবের প্রচার সম্পাদক ও উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি মো. এহসানুল করিম, উপজেলা ক্যাবের সদস্য মো. শাহেদ হোসেন। এতে সহযোগিতা করেন ফুলবাড়ী থানা পুলিশ ফোর্স।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ব্যত্যয় ঘটানোর অপরাধে হাজীর মোড় এলাকায় প্রত্যাশা এগ্রো (ওয়ান্ডারফুড) বেকারি কারখানায় খাদ্যপণ্যে স্যাকারিন,শাল্টূ, খোলা লবণ ইত্যাদি নিষিদ্ধ দ্রব্য মিশ্রণসহ অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করায় কারখানার মালিক আব্দুল মান্নানকে ৭ হাজার টাকা, পদ্মকলি সুইটসে দইয়ের বাটি ও গোলের বোতলে মেয়াদ, পরিমাণ ও মূল্য উল্লেখ না থাকায় এবং মিষ্টি সংরক্ষণের কক্ষে ওয়াশরুমের দরজা খোলা থাকায় ৩৭ধারায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও হাজির মোড় যমুনা নদীর পাড়ে সততা বেকারির কারখানায় স্যাকারিন, সাল্টু, হাইড্রোজ, কাপড়ের রং , চামড়ায় ব্যবহারের খোলা লবণ ইত্যাদি নিষিদ্ধ দ্রব্য খাদ্য পণ্যে ব্যবহারের কারণে জব্দ করা হয়। এ সময় ম্যানেজার পালিয়ে গেলে দীর্ঘ সময় অপেক্ষার পরেও মালিকপক্ষের কেউ না আসায় কারখানাটি সিলগালা করে সাময়িকভাবে বন্ধ রাখার নোটিশ প্রদান করা হয়।ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহানউদ্দিন জানান, বাণিজ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের নির্দেশক্রমে আমাদের এ অভিযান পরিচালিত হয়েছে। আমরা জনগণের স্বার্থ রক্ষায় মাঠে কাজ করে যাচ্ছি।
মন্তব্য