আব্দুল কাদের চৌধুরী, নিজস্ব প্রতিবেদক >>>
ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক,শিক্ষাবিদ ও সফল ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ মাসুদ এর জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটাই ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা পড়ান মরহুমের চাচা বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট আলেম ডক্টর সৈয়দ মোহাম্মদ আবু নোমান। নামাজে জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাযায় অংশ নেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমদ, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ফটিকছড়ির সর্বস্তরের মানুষ।সাংবাদিকতা ও শিক্ষকতার পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ীও ছিলেন। তার সততা নীতিবোধ ও সমাজমুখী কর্মকান্ডের জন্য তিনি ছিলেন ফটিকছড়ি অঞ্চলে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য