মোঃ আল আমীন মালদ্বীপ প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার উদ্যোগে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ও ৭ ই জানুয়ারী দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন বর্জন ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে এ আলোচনা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল ৬ ই জানুয়ারি রোজ শনিবার স্থানীয় সময় রাত সারে দশটায় মালদ্বীপের রাজধানীর মালেতে অবস্থিত স্থানীয় একটি রেস্তোরাঁয় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । আলোচনা ও প্রতিবাদ সভায় স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ মাসুম মুন্নার সভাপতিত্বে ও মদিনার জামাত মালদ্বীপ শাখার আহবায়ক মোঃ আল আমিনের কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আলোচনা সভার সূচনা করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, মোঃ মাসুম মুন্না মোঃ নুরনবী মানিক মোঃ আলমগীর হোসেন মোঃ আলম মোঃ হারুন মোঃ মাহফুজুর রহমান মোঃ আলম মোঃ ফায়সাল আমিন মোঃ নাছির সরকার প্রমুখ।আলোচনা ও প্রতিবাদ সভায় দেশবাসীকে প্রহসনের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে মোঃমাসুম মুন্না সহ বক্তারা বলেন, আজকে বহু কষ্টে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের সুফল ভোগ করতে পারছেনা দেশের জনগণ। মাঝে মধ্যে এমন শাসক ক্ষমতায় আসেন তারা জনগণের কাঁধে চেপে বসেন। এখন আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীরা অবলীলায় মিথ্যা কথা বলছেন। তারা জনগণকে বিভ্রান্ত করতে এসব করছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তারা বলেন, আমরা কিন্তু বেলুচিস্তান ও রাজস্থান থেকে আসিনি। আমরা বাংলাদেশের সন্তান। এ দেশের আলো বাতাস ও মাটির গন্ধ আমাদের গায়ে আছে। মনে রাখবেন এসবের হিসাব কিন্তু জনগণের কাছে দিতে হবে। প্রতিবাদ ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন। মোঃ ইসরাফিল মোঃ জাকির হোসেন মোঃ হাসান মোঃ রকি মোঃ রুবেল মোঃ আলমগীর আলী, মোঃ মাহমুদুল হাসান সহ আরো অনেক নেতাকর্মী ও সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন।পরিশেষে নৌশভোজের মাধ্যমে প্রতিবাদ সভার সমাপ্ত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত ২৮শে অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী সশস্ত্র হামলার পর ২৯শে অক্টোবর থেকে দলটি চার দফা হরতাল ও ১৩ দফায় অবরোধ কর্মসূচি পালন করে।











মন্তব্য