মোহাম্মদ শিবলী সাদেক পেকুয়া উপজেলা প্রতিনিধি:>>>আজ সকালে মগনামা বাজার পাড়া নামক স্থানে নোহা গাড়ি ও সিএনজি চালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছে, স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি|স্থানীয়রা জানান লঞ্চ ঘাট থেকে ছেড়ে আসা নোহা গাড়িটি বেপরোয়া ভাবে চালিয়ে সিএনজি চালিত অটোরিকসাকে ধাক্কা দেন।এসময় খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনা স্থান পরির্দশন করেন এবং গাড়ি চালক আবুল কাশেমকে আটক করেন, দুর্ঘটনা কবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, আটক আবুল কাশেম শিলকালী ইউনিয়নের নেজাম উদ্দিন এর ছেলে।
আপরদিকে আজ বিকাল তিনটার দিকে টইটং ইউনিয়নের ধনিয়াকাটা নামক স্থানে বাস ও সিএনজি চালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত সহ আহত হয়েছ আরো দুইজন।নিহতদের মধ্যে একজন বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড়ের বাসিন্দা গোলাম নবীর পুত্র সিহাব উদ্দিন, অন্যজন আনোয়ারা মহালখাঁন বাজারের বাসিন্দা নুরুল আমিন।
আহতদের মধ্যে একজন পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদের তাকে গুরুতর আবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আন্য জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য