পেকুয়া প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়ায় গাউছিয়া কমিটি বাংলাদেশ সোনালীবাজার শাখা ও এলাকাবাসীর উদ্যোগে ইতিহাসিক ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি তাহেরিয়া সাবেরিয়া আলী মাবীয়া সুন্নিয়া নূরানী ইবতেদায়ী মাদ্রাসা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে।আগামীকাল (১৮ জানুয়ারি) সোনালি বাজার গোনো পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঐতিহাসিক ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সালাম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ইসলামী স্কলার ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম ফজলুল হক, চট্টগ্রাম জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা ড. নাছির উদ্দীন আল কাদেরী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুর্শেদুল হক, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার দায়েম নাজির জামে মসজিদের সম্মানিত খতিব আবুল আসাদ মুহাম্মদ জোবাই রেজবি সহ অসংখ্য আলেম ওলামা উপস্থিত থাকবেন।ওই দিন গাউছিয়া কমিটি বাংলাদেশ সোনালীবাজার শাখার সভাপতি নুরুল আজিমের সার্বিক তত্ত্বাবধানে শুভ উদ্বোধন হবে তাহেরিয়া সাবেরিয়া আলী মাবীয়া সুন্নীয়া নূরানী ইফতেদায়ী মাদ্রাসা। এতে সবার উপস্থিতি কামনা করেন মাহফিল আয়োজক কমিটি।
মন্তব্য