আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সাতকানিয়ায় লোহাগাড়া উপজেলার সর্বস্তরের জনগণ সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যান।
শুভেচ্ছা বাণীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সক্রিয় এই নেতা বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বার্তা বয়ে নিয়ে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আগত। ঈদ মানে আনন্দ ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করে। আমাদের সমাজ ও জাতীয় জীবনে সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক আল্লাহর অশেষ রহমত ও বরকতময় শান্তি এবং সমৃদ্ধি ।
মুজিব চেয়ারম্যান আরও বলেন,ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা এবং জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। দলের ও নেতার ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ যেমন চাঁদাবাজি, দখল বাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিহার করতে হবে। নিজেদের আনন্দ যার যার সামর্থ্য অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া সাধারণ মানুষের সাথে সমানভাবে ভাগ করে পালন করতে হবে। সকলের জীবন হোক আনন্দময় এই কামনায় আমার প্রিয় সাতকানিয়া লোহাগাড়া উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও দেশের বাইরের সকল মুসলিম ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা ও অভিনন্দন ।এছাড়াও,তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন এর সুস্বাস্থ্য কামনায় সকলের দোয়া প্রার্থনা করেছেন।
মন্তব্য