আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম >>>সাতকানিয়া উপজেলাধীন,কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ সিকদার এর পক্ষ থেকে সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়ন তথা সমগ্র দেশ বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদূল আযহার
শুভেচ্ছাও অভিনন্দন জানিয়েছেন। ২৮ জুন রোজ বুধবার তিনি গণমাধ্যমকে জানান- সারা বিশ্বের সমস্ত মুসলামদের ধর্মীয় অনুষ্ঠান ঈদূল আযহা উপলক্ষে সাতকানিয়া উপজেলার সকল শ্রেণী পেশার মানুষকে, সাতকানিয়া আওয়ামী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে জানাই পবিএ ঈদূল আযহার শুভেচ্ছা।পবিত্র ঈদূল আযহা উপলক্ষে তিনি সাতকানিয়া সহ সর্বস্তরের মানুষকে ঈদের আনন্দ একে অপরের সাথে ভাগ করে নেয়ার ও অনুরোধ করেন।এবং সমাজের বিত্তশালীদের অসহায়দের পাশে ধারানোর ও অনুরোধ করেন ৷ তিনি গণমাধ্যমকে তার শুভেচ্ছা বার্তায় আরো বলেন,ঈদুল আযহা ধর্ম প্রাণ মুসলিমদের জন্য একটি ত্যাগের মহিমা। ঈদুল আযহা মুসলিমদের জন্য একটি খুসির দিন। ঈদুল আযহার দিন সকল ধর্ম প্রাণ মুসলিম সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই গোসল করে নতুন পোষাক পড়ে আনন্দের সহিদ ঈদগাঁও মাঠে উপস্থিত হয়ে নামাজ আদায় করে। নামাজ শেষে প্রত্যেক মুসলিম একে অপরকে ঈদুল আযহার শুভেচ্ছা জানায়। তারপর বাড়িতে গিয়ে ঈদের পশু কোরবানি দিতে ব্যস্ত হয়ে পড়ে । কোরবানির শেষ করে কোরবানির মাংস সঠিকভাবে ভাগ পটোয়ারা করে এভাবেই ঈদ উদযাপন করে থাকে ।ঈদ উল আযহা শব্দের অর্থ হলো ত্যাগের মহিমা। হযরত ইব্রাহিম যখন তার প্রিয় পুত্রকে কুরবানী দেওয়ার জন্য আরাফাতের ময়দানে নিয়ে যান তখন শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুম মোতাবে ক হযরত ইব্রাহিম এই ত্যাগ করেন। কিন্তু আল্লাহর নির্দেশ অনুযায়ী সেদিন হযরত ইব্রাহিম এর পুত্র কুরবানী না হয় একটি পশু কুরবানী হয়েছিল। তখন থেকেই কুরবানী প্রচলন শুরু হলেও এখন আর সেই যুগ নেই।তাই গতানুগতনিক পদ্ধতিতে এখনো পশু কুরবানী দিতে হয় বা দেওয়া প্রচলন চালু হয়েছে। কিন্তু শুধুমাত্র পশু কুরবানী দেওয়াটাকেই কোরবানি বলে না। কুরবানীর অর্থ হলো আমাদের মনের ভেতর যে পশুত্ব আছে সেই পশুত্বকে কুরবানী দিতে হবে। তাহলে আমরা খুব সুন্দর একটি সমাজ,দেশ গঠন করতে পারব ৷পরিশেষে আমার পৌরসভা সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি
মন্তব্য