৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
চট্টগ্রাম মেডিকেলে রেইনবো ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট আরাকান আর্মি! ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী 
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।
  • পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালী জেলা কারাগারে শাজিদুল ইসলাম (৪২) নামে এক কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। কারাগার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৭টা ৩০ মিনিটে রোল কলের সময় শাজিদুল ইসলামকে উপস্থিত না পেয়ে সহকর্মীরা তার খোঁজ নিতে শুরু করেন। একপর্যায়ে তারা ব্যারাকে গিয়ে তার কক্ষের দরজা বন্ধ দেখতে পান। সন্দেহ হলে দরজা খুলে ভেতরে প্রবেশ করে তারা তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তারা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, ঈদের ছুটির জন্য আবেদন করলে তা না মঞ্জুর করায় এবং উপরন্তু গালিগালাজের শিকার হওয়ায় মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি নিশ্চিত হতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। এ বিষয়ে পটুয়াখালী জেলা পুলিশ সুপার বলেন, শাজিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি আমরা শুনেছি। বর্তমানে তার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তার পরিবার, সহকর্মী ও কারাগারের অন্যান্য কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page