মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালী বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৭টি পরিবহনে ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত যৌথবাহিনির সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান। অভিযানে পটুয়াখালী সদর সেনাবাহিনীর ক্যাম্পের মেজর রাসেল খানের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্য ও জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় করায় বিভিন্ন পরিবহন কোম্পানির চালক ও প্রতিনিধিদের জরিমানা করা হয়। এর মধ্যে মিজান পরিবহনে ৫ হাজার, নিশাত পরিবহনে ৫ হাজার, ডলফিন পরিবহনের ৫ হাজার এবং শাকুরা পরিবহনের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি তিনটি পরিবহনকেও ভিন্ন পরিমাণে জরিমানা করে মোট ৫৪ হাজার টাকা আদায় করা হয়েছে।যাত্রীদের অভিযোগ, পরিবহনগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ নিচ্ছে। কুয়াকাটা-ঢাকা রুটের যাত্রীরা বলেন, সাভাবিক ভাড়া ৫৫০ টাকা ঈদ উপলক্ষে ১০০০ টাকা নিচ্ছে। প্রতিবাদ করলেই বলে গেলে যা আর না গেলে নাই।’আর শাকুরা পরিবহনের যাত্রী রুকসানা বেগম বলেন, ‘আমি আমতলী থেকে উঠেছি, ৭০০ টাকার ভাড়া ১০০০ টাকা নিচ্ছে। কি করবো বলেন, বাধ্য হয়ে যেতে হচ্ছে।এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারাও। বাস টার্মিনাল এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ আরিফ গাজী বলেন, ‘এমন অভিযান আমাদের জন্য স্বস্তিদায়ক। এতে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে।অভিযান পরিচালনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান বলেন, ‘যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য