আব্দুল্লাহ্ আল মারুফ নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের পটিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) অভিযান চালিয়ে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় দুটি মাইক্রোবাস জব্দ ও পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (৯ নভেম্বর) ভোর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার খরনা এলাকার কাদের ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন—লক্ষ্মীপুর সদর এলাকার মো. আবদুল্লাহ আল মামুন (৪১), কুমিল্লার মুরাদনগরের মো. মাঈন উদ্দিন (৩০), পটিয়ার মো. রাশেদুল আলম (৩৮) ও মো. জসিম উদ্দিন (৪১) এবং জামালপুরের সরিষাবাড়ীর মো. জুনায়েদ তানভীর তরফদার (২৯)।
র্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসা দুটি হাইয়েস মাইক্রোবাসে ইয়াবা পাচারের খবর পায় র্যাব। পরে সকাল সাড়ে ৮টার দিকে পটিয়া থানার কাদের ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসানো হয়।
পরবর্তীতে গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী পটিয়ার কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আরেকটি মাইক্রোবাসে লুকানো ছাই-সদৃশ ব্যাগের ভেতর ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। গ্রেফতারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।











মন্তব্য