আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম
চট্টগ্রাম পটিয়ায় বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও মোমবিক প্রজ্বলন অনুষ্ঠানে সাইফুল (২৬)নামের এক যুবক ছুরিকাহত হয়েছে ৷কিশোর গ্যাং লিডার কিং মাসুদের নেতৃত্বে তার উপর হামলা করছে বলে জানিয়েছেন স্থানীয় সূত্র ৷আহত যুবককে পটিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালের রেফার করা হয়েছে ৷জানা যায় ১৫ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি শুরুতে শোকাবাহ মাসের প্রথম দিনে প্রথম প্রহর পটিয়া উপজেলা পরিষদ সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী অনুষ্ঠিত হয় ৷পটিয়া উপজেলা পৌরসভা আওয়ামী লীগের ব্যানারে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম এই কর্মসূচি সূচনা করেন ৷এতে বদিউল আলম অনুসারী উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রত্যক্ষদর্শী হাসান শরীফ জানান,বদিউল আলম ভাইয়ের নেতৃত্বে প্রথম প্রহরে আমরা ফুল দিয়ে চলে আসার পথে পিছনে ফিরে দেখতে পাই কয়েকজন কিশোর একজনকে মারধর করছে৷আমি কাছে গিয়ে তাদের থামিয়ে দিই এবং রক্তাক্ত অবস্থায় একজনকে উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে পাঠাই ৷যে ছুরিকাঘাত করেছে লোকজন তাকে আটক করে চড় থাপ্পড় দিয়ে ছেড়ে দেয় ৷সে কে তাকে আমরা চিনতে পারিনি৷অপর একটি সূত্র জানা যায় কিশোর গাং লিডার কিং মাসুদের নেতৃত্বে আসা কিশোরদের মধ্যে এই ঘটনা ঘটেছে।পটিয়া থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম জানান,এ ব্যাপারে পটিয়া থানায় কোন অভিযোগ দায়ের হয়নি ৷
মন্তব্য