দক্ষিণ চট্টগ্রামের চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোজ হওয়ার ৩ দিন পর মৎস্য প্রজেক্টে মিলল ওই নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ।শনিবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন ৪ নাম্বার ওয়ার্ডের জমাদার পাড়ায় এ ঘটনা ঘটেছে ।
নিহত মনির আহমদ (৭৮)। তিনি ওই এলাকার মৃত অলি মিয়া মেম্বারের ছেলে। তিনি ১ ছেলে ও ৪ কন্যা সন্তানের জনক।গত বুধবার (১৫ অক্টোবর) বিকালে তিনি নিখোঁজ হন শনিবার (১৮ অক্টোবর) রাতে জমাদার পাড়ার পশ্চিমে মেডিখোলা নামক এলাকায় মাছের প্রজেক্টের পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহ পাওয়া গেছে।
নিহত পরিবারের সদস্যদের ধারণা, তিনি অসতর্ক অবস্থায় পানিতে পড়ে মৃত্যবরণ করেছেন।সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আরিফুল ইসলাম সিদ্দিকী এবং সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউসার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত মনির আহমদের নাতনী জামাই বেলাল উদ্দিন বলেন, উনার মৃত্যুর ব্যাপারে পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় বিষয়টি আমরা থানা প্রশাসনকে অবহিত করা হয়। তাই রাতেই উনাকে দাফন করা হয়।
পুলিশ জানায় নিহতের পরিবারের লোকজনের কোন প্রকার অভিযোগ পাওয়ায় প্রশাসনের আইনানুগ কাজ শেষ করে ও লাশের অতিরিক্ত গন্ধ বের হওয়ায় রাত ৩ টায় জানাজা নামাজ শেষ করে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন জানান, নিখোঁজ বৃদ্ধের পানিতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধারের ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহন করা হয়েছে মৃত্যুর রহস্যের বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা ।
মন্তব্য