মোঃ সোহেল রানা, বান্দরবান প্রতিনিধি >>> বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. হোসেন (৩৩) নামের এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন।জানা গেছে, রোববার (১৩ জুলাই) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম নিকুছড়ি বিওপির দায়িত্বাধীন ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী শূন্যরেখা সংলগ্ন মিয়ানমার সীমান্তে বাঁশ কাটতে যান মো. হোসেন। এসময় মিয়ানমার সীমানায় পুঁতে রাখা একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।পরবর্তীতে আহত অবস্থায় তিনি জনমানবহীন নির্মাণাধীন সীমান্ত সড়কের ১৯ থেকে ২০ কিলোমিটার এলাকায় এসে পড়ে থাকেন। সেখানে সীমান্ত সড়কের নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকরা তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে কক্সবাজারের কুতুপালং এলাকায় এমএসএফ ফিল্ড হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।সূত্রে জানা গেছে, আহত মো. হোসেন কক্সবাজার জেলার উখিয়া থানার ৪ নম্বর হলদিয়া ইউনিয়নের বাচা মিয়ার ছেলে এবং পেশায় একজন শ্রমিক।নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, এর আগে গত ২৬ জুন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তুমব্রু সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে ইউনুস (২৭) নামের এক রোহিঙ্গা গুরুতর আহত হন।
মন্তব্য