নজরুল ইসলাম চন্দনাইশ উপজেলা প্রতিনিধি চট্টগ্রাম>>> দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের চট্রগ্রাম- ১৪ আসন (চন্দনাইশ, সাতকানিয়া আংশিক) নির্বাচনী এলাকার সাতকানিয়া অংশের ৬ ইউনিয়নের মধ্যে কালিয়াইশ ইউনিয়নের ১-২ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।২১ জুলাই’২৩ ইং শুক্রবার বিকাল ০৫ টার সময় ০২ -০৩ নং ওয়ার্ডের চাম্পা বাপের দোকানের পার্শ্বে অনুষ্টিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার নুরুল আলম।প্রধান অতিথি হিসাবে বক্তব্য করেন, ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দীন আহমেদ আশিফ। ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এডঃ নজরুল ইসলাম সেন্টু।উদ্বোধনী বক্তব্য রাখেন যুবলীগ নেতা হাসান করিম। আরো বক্তব্য রাখেন মিনারুল ইসলাম চৌঃ, আবসার উদ্দীন সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ওয়ার্ড নেতৃবৃন্দ।
প্রধান অথিতির বক্তব্যে ব্যারিষ্টার আশিফ বলেন, আমি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক এর মাধ্যমে জানাতে চাই, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে আগামীতে নৌকার জন্য কাজ করে,শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে,পরে তিনি নেতা-কর্মিদের নিয়ে প্রয়াত আওয়ামীগ নেতা মরহুম আলহাজ্ব জাফর আহমদ চৌধুরীর কবর জেয়ারত করেন।
মন্তব্য