বার্তা পরিবেশক:- গত ২৯ সেপ্টেম্বর দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত “পর্যটন নগরী কক্সবাজারের কটেজ জোন হয়ে উঠেছে পাপের স্বর্গরাজ্য” শীর্ষক সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমার ছবি দিয়ে এবং আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভূয়া, ভিত্তিহীন ও বানোয়াট। আমার নামে কোন ধরনের মার্ডার মামলা বা মাদক মামলা নাই এবং আমি কোন ধরনের পতিতা ব্যবসার সাথে কোনোভাবেই জড়িত নাই। আমি একজন আবাসিক হোটেল ও কটেজ ব্যবসায়ী। আমি কমফোর্ট রিসোর্ট এর ভাড়াটিয়া মালিক এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলে । মূল কথা হলো আমি সব সময় কলাতলী কটেজ জোনে বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের বিরোধিতা করে আসছিলাম বিধায় কিছু কটেজ ব্যবসায়ী আমার মান সন্মান ক্ষুম্ন করতে এবং আমাকে লোকসমাজে হেয় প্রতিপন্ন করার কু- মানসে সংবাদকর্মী ভাইদেরকে মিথ্যা তথ্য দিয়ে উক্ত সংবাদ পরিবেশন করেছে। তাই আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে প্রশাসনসহ কাউকে উক্ত মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।।
অনুরোধক্রমে
মো: মকছুদ মিয়া প্রকাশ আসিফ
স্বত্বাধিকারী, কমফোর্ট রিসোর্ট
কটেজ জোন, কলাতলী, কক্সবাজার
মন্তব্য