আজিজুর রহমান সরকার নাগেশ্বরী প্রতিনিধি-
সতেরো বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী হাসনাবাদ ইউনিয়নের সুকানদিঘী হাজিরহাটে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১মার্চ) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সুকানদিঘী হাজিরহাট জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাসনাবাদ ইউনিয়ন এর উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা জামায়াতের শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মাওলানা রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম বলেন, আমরা রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। একটি বৈষম্যহীন সমাজ গঠনে আপনাদের পাশে পেতে চাই। সকল ভেদাভেদ ভুলে আসুন একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সকলেই ভূমিকা পালন করি। এসময় তিনি হাসনাবাদ ইউনিয়নের সকল মানুষকে ন্যায়নীতির পথে সাহস নিয়ে সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান।
হাসনাবাদ ইউনিয়ন জামায়াতের সুকানদিঘী হাজিরহাট ইউনিটের সভাপতি ছয়ফুর রহমান এর সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেওয়াশি ইউনিয়ন শাখা’র দ্বায়িত্বশীল মাওলানা হাবিবুর রহমান ত্বাকী ও হাসনাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি শাহাজাহান বিএসসি,এসময় ইফতার মাহফিল পরিচালনা করেন সুকানদিঘী হাজিরহাট ইউনিটের সকল নেতৃবৃন্দ।
মন্তব্য