সিলেট ব্যুরো প্রধান
হাইওয়ে পুলিশ সিলেট রিজিওন এর আওতাধীন ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মাইনুল ইসলাম এর নেতৃত্বে হাইকোর্টের রায় অমান্যকারী থ্রি হুইলারের বিরুদ্ধে ৭ দিন ব্যাপী অভিযান কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার দিনব্যাপী শায়েস্তাগঞ্জ মাধবপুর রোডে অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার বিশাল টিম। জানা যায়, সড়ক দুর্ঘটনা কমাতে হাইওয়ের এ অভিযান সপ্তাহব্যাপী অব্যাহত থাকবে। প্রথম দিনের অভিযানে সর্বমোট ২০ টি থ্রি হুইলার সহ একাধিক মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে। জানতে চাইলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম প্রতিবেদককে জানান, হাইওয়েতে থ্রি হুইলার চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আইন অমান্য করে মহাসড়কে অবাধে সি,এন,জি (থ্রি হুইলার) চালানো ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরজমিন দেখা যায় অভিযানের খবর পেয়ে রাস্তায় সি,এন,জি চলাচল বন্ধ হয়ে যায়।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ লস্কর, মাধবপুর প্রেসক্লাবের সভাপতি অলিদ মিয়া, সাংবাদিক আইয়ুব খাঁন, সাংবাদিক শংকর পাল চৌধুরী প্রমুখ।
মন্তব্য