এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় মুছাপুর ক্লোজার বাঁধের ওপর বামনীয়া নদীর জোয়ারের পানিতে ভেসে এসেছে এক যুবক (২৫)-এর মরদেহ। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।গতকাল সোমবার রাতে মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজার বাঁধের ব্লক থেকে অজ্ঞাত এই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় , তার অনুমানিক বয়স ২৪-২৫। তার গায়ে লাল গেঞ্জি ও পরনে সাদা প্যান্ট রয়েছে। মাথার চুল পড়ে গেছে। পুরো শরীর ফ্যাকাসে হয়ে গেছে। চোখ দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, বামনীয়া নদীর জোয়ারের পানিতে ভেসে এসেছে তার মরদেহ। ভাটা পড়ায় ক্লোজার বাঁধের ব্লকের উপর মরদেহটি আটকে যায়।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিমল কর্মকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি জোয়ারের পানিতে ভেসে এসেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
মন্তব্য