সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি , সিলেট
জৈন্তাপুর উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত দরবস্ত বাজার এলাকায় এক বেকারি শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।নিহত ব্যাক্তির নাম আব্দুল জব্বার (২৪)। সে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ডৌডিক দক্ষিণ গ্রামের আব্দুস শুক্কুরের পুত্র।পুলিশ সূত্রে জানা যায়, নিহত আবদুল জব্বার দরবস্ত বাজারের আব্দুর রশিদের মালিকানাধীন একটি বেকারিতে কর্মরত ছিলো।শুক্রবার ( ১লা ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮ ঘটিকার সময় দরবস্ত খেলার মাঠের দক্ষিণে জৈনিক ময়না মিয়ার বিল্ডিং এর পিছনে একটি পেয়ারা গাছে জব্বারের ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখে স্হানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ এসে নিহত জব্বারের মরদেহ উদ্ধার করে। এ সময় তার পরনে লাল ফুলহাতা শার্ট ও কালো রংএর প্যান্ট পরিহিত ছিলো। প্রাথমিকভাবে পুলিশের ধারণা সে আত্মহত্যা করে থাকতে পারে।পুলিশ নিহত জব্বারের বাবা আব্দুস শুক্কুরের সাথে আলাপকালে তিনি জানান, শুক্রবার জব্বারকে নিয়ে তার বাবা জব্বারের শ্বশুড়বাড়ীতে দুপুরের খাবার খান। এরপর সে বিদায় নিয়ে তার কর্মস্থলে চলে আসে। তিনি তার ছেলে আত্মহত্যা কি কারণে করে থাকতে পারে এ বিষয়ে কিছুই বলতে পারেন নি। পুলিশ জানায় ময়না মিয়ার বিল্ডিংএ নিহত জব্বার সহ অন্যান্য শ্রমিকেরা বাসা ভাড়া করে থাকতো।এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে। এরপর নিহত জব্বারের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য