সাইফুল ইসলাম বাবু- বিশেষ প্রতিনিধি, সিলেট।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৫৯ বোতল বিদেশি মদ ও অন্য আরেক পৃথক অভিযানে ৭০ বস্তা ভারতীয় চিনি আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় মঙ্গলবার (১০ই অক্টোবর) সকাল সাড়ে ৭ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ পরিদর্শক মুহিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত শিকার খাঁ গ্রামের সাহেল আহমেদের বাড়ী থেকে ৭০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে পুলিশ।একই দিনে সকাল ৭ ঘটিকার সময় উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪ নং বাংলাবাজার এলাকায় সিলেট তামাবিল মহাসড়কের পশ্চিম পাশে মাইলকুটি নামক স্হানে পরিত্যক্ত অবস্হায় ৫৯ বোতল Royel Stag ব্রান্ডের বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম পৃথক পৃথক অভিযানে ভারতীয় চিনি ও বিদেশি মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চিনি আটকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের এবং ৫৯ বোতল মদ পরিত্যাক্ত অবস্থায় জি ডি মূলে জব্দ করা হয়েছে এবং তা তদন্তাধীন।তিনি আরো বলেন, সিলেট জেলা পুলিশের মান্যবর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের দিকনির্দেশনায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদকদ্রব্য চোরাচালান বিরোধী অভিযানে পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে।
মন্তব্য