সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি
জৈন্তাপুর উপজেলায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপজেলার ২৩টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা হস্তান্তর করা হয়েছে। শুক্রবার ( ২০শে অক্টোবর) বেলা ১১ঘটিকার সময় ক্যামেরাগুলো হস্তান্তর করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম।শুক্রবার (২০শে অক্টোবর) শুরু হওয়া ষষ্ঠী পূজার দিনে উপজেলার ২৩টি পূজা মন্ডপের দায়িত্বরত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেয়া হয় ক্যামেরাগুলো। এসময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহোকারী কমিশনার ভুমি শাহ্ জহুরুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান সহ উপজেলার সার্বজনিন পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ।এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সার্বিক সহোযোগিতায় ক্যামেরা সংযোগের ব্যবস্হা নেয়া হয়েছে। ইতিমধ্যে সব পূজা মন্ডপের সভাপতির হাতে ক্যামেরাগুলো বুঝিয়ে দেয়া হয়েছে। তিনি জানান ইতিমধ্যে ২৩টি মন্ডপে ক্যামেরা প্রতিস্থাপন কাজ সম্পন্ন শেষ হয়েছে। প্রতিটি ক্যামেরা মন্ডপের প্রতিমা ঘরে স্হাপন করা হয়েছে এবং তা মোবাইল এ্যাপের সাহায্যে সার্বক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা হবে।পূজা শুরুর প্রথমদিনে শান্তিপূর্ণভাবে উপজেলায় প্রতিটি মন্ডপে পূজা উৎযাপন চলছে। পুলিশ আনসারের পাশাপাশি সেচ্ছাসেবী টিম কাজ করছে। তাছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।
মন্তব্য