সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি
জৈন্তাপুরে ভারতীয় ২০ বস্তা চিনি সহ দুই ব্যাক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় চিনি বহন কাজে নিয়োজিত একটি ডিআই পিকআপও জব্দ করা হয়েছে।আটককৃত আসামি দুইজন হলেন, জৈন্তাপুর উপজেলার দরবস্ত গ্রামের জিয়াউল হকের ছেলে শিব্বির আহমেদ (২২) ও অপর আসামি উপজেলার কাজির পাতন এলাকার হাসন আহমেদের ছেলে মাহবুব (২২)।পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।বুধবার (১৮ই অক্টোবর) গভীর রাত আড়াই ঘটিকার সময় মডেল থানার উপ- পরিদর্শক মুহিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত সারিঘাট নামক স্হান হতে একটি ডিআই পিকআপ থেকে ২০ বস্তা ভারতীয় চিনি সহ দুইজনকে আটক করা হয়।এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম ভারতীয় চিনি সহ দুইজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে এবং তা তদন্তাধীন। আটককৃত আসামি দুইজনকে পুলিশ হেফাজতে বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য